চৈত্রের শেষে হোম উৎসবে জমজমাট কান্দি থানার রুপপুর। প্রাচীন রুদ্রদেব ঠাকুরের হোম উৎসবে মন্দির প্রাঙ্গণে অসংখ্য দর্শনার্থীদের ঢল। রুদ্রদেবের মন্দির থেকে হোমতলা পর্যন্ত শোভা যাত্রায় ঢল নামে দর্শনার্থীদের।
নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ এবার কংগ্রেসের ঘরেও লাগল ঠোকাঠুকি। কংগ্রেসের হরিহরপাড়া ব্লকের দলীয় সভা চলাকালীন দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। শেষপর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়।...