রাস্তা দিন, ভোট নিন। আর তা না হলে ভোট বয়কট। মুর্শিদাবাদের ভগবানগোলার মহিসাস্থলি অঞ্চলের আলতাবটতলা এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন। পঞ্চায়েত ভোট সামনেই, অথচ রাস্তার বেহাল ছবির কোন পরিবর্তন নেই, অভিযোগ এলাকাবাসীদের।