জম্মু-কাশ্মীরের কাঠুয়ার ছোট্ট আসিফা থেকে উন্নাও এর যুবতীর ওপর নৃশংস অত্যাচারের ঘটনা কার্যত স্তম্ভিত দেশবাসী। নির্মূল হোক অশুভ শক্তি, প্রতিবাদে হরিহরপাড়া থেকে বেলডাঙ্গা মোমবাতি হাতে মিছিলে সামিল সমাজের সরব স্তরের মানুষজন।