জলের ওপর নাম জীবন। আর পথ চলতি মানুষকে উজ্জীবিত করতে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় চলছে জলদান শিবির। পথচারীদের ছোলা, নকুল দানা দিয়ে গলা ভেজাতে জল বিতরণ করা হচ্ছে।

বৈশাখের প্রখর রোদের তাপ, গরমে হাঁসফাঁস অবস্থা। পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় স্থানীয়রা এগিয়ে এসেছেন তৃষ্ণা মেটাতে। পথ চলতি মানুষদের ছোলা, নকুল দানা, সাথে পানীয় জল বিতরণ করা হচ্ছে, বৈশাখ মাস জুড়েই পানীয় জল দান শিবির জারি থাকবে। চলার পথে গোলা ভিজিয়ে নিতে পথ চারীদের উৎসাহ চোখে পড়ার মতো।