মঙ্গলবার সকাল থেকেই ফারাক্কা এন টি পি সি রেল লাইন অবরোধ করে বিক্ষোভে সরব এন টি পি সি কনট্রাক্টর লেবার ইউনিয়নের কর্মীরা। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে রেলের কয়লার র‍্যাগ আন লোডিং এর কাজে যুক্ত শ্রমিকদের দাবী, সুনির্দিষ্ট সময়ের মধ্যে বেতন বৃদ্ধি সহ তাদের কাজের নিরাপত্তা।