মুখে বনধ ডেকে কেউ রাস্তায় নামে নি। বামেদের বনধ সম্পূর্ণ ব্যর্থ। জেলা জুড়ে স্বাভাবিক থাকে জনজীবন। ৩৪ বছরের বাম ফ্রন্টের অপশাসনের প্রতিবাদ করেছে মানুষ। শুক্রবার বহরমপুরে তৃনমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা