প্রিয়ঙ্কা দেব বিশ্বাস : প্রয়াত মান্নান হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সশরীরে   শনিবার বহরমপুরে আসেন সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  রাধারঘাট এলাকায় প্রয়াত নেতার বাসভবনে এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব সহ অগণিত তৃণমূল কর্মী সমর্থক।   মান্নান হোসেনের আকস্মিক প্রয়াণ  দলের অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন দলের একজন সৈনিক । দলের কর্মকাণ্ডে ঝাঁপিয়েছেন সবসময়। মুর্শিদাবাদ জেলায় তার হাত ধরেই শক্তিশালী হয়েছে তৃণমূল। শনিবার প্রয়াত জেলা তৃণমূল সভাপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাই জানালেন সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রয়াত নেতার বাসভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য শুক্রবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির সদ্য দায়িত্ব প্রাপ্ত সুব্রত সাহা,চেয়ারম্যান মহম্মদ সোহারাব,জেলা কার্যকরী সভাপতি মন্ত্রী জাকির হোসেন সহ জেলা তৃনমূলের নেতা কর্মীরা।  অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেছেন  শুনে অসংখ্য মানুষের ভিড় প্রয়াত নেতার বাড়ির সামনে। ভিড় সামলাতে হিমশিম অবস্থা। তার মধ্যেই উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  মান্নান হোসেনের দুই পুত্র সৌমিক হোসেন ও রাজীব হোসেনকে সঙ্গে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান।