রাস্তা অবরোধ করে কাঠুয়া কাণ্ডের প্রতিবাদ যুব সমাজ। নওদা বালি ১ নম্বর অঞ্চলে ঘণ্টা দুয়েক চলে অবরোধ। রাস্তায় বসে দোষীদের ফাঁসির দাবীতে সরব হন তারা। যদিও অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় রেজিনগর- নওদা রাজ্য সড়কে।

কাঠুয়া কাণ্ডে অভিজুক্তদের উপযুক্ত শাস্তির দাবীতে নওদা বালি ১ নম্বর অঞ্চলের প্রায় ৩০০ যুবক দু ঘণ্টা রাস্তা অবরোধ করে প্রতিবাদে সরব। এলাকার যুব সমাজ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই ধরনের ঘটনায় যুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে তীব্র হয় প্রতিবাদের কণ্ঠস্বর।